ফেসবুকভিত্তিক ফ্রিল্যান্সারদের প্রাইভেট গ্রুপ প্রিমিয়ার প্রফেশনালস ক্লাবের আয়োজনে এ টুর্নামেন্টে বরিশাল লায়ন্স, ময়মনসিংহ টাইটানস, সিলেট টপার্স, রাজশাহী রেবেলস, রংপুর রেঞ্জার্স, ঢাকা অ্যাভেঞ্জারস, চট্টগ্রাম ইউনাইটেড ও খুলনা জায়ান্টস নামে আটটি দলে বিভক্ত হয়ে খেলবেন আইটি ফ্রিল্যান্সাররা।
আইটি পেশাজীবীরা রাজধানীর শেফস টেবিল কোর্টসাইডে আগামী ৬ মার্চ ২০২২ দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে ৮ দলের বিশেষ ফুটবল। টুর্নামেন্টটি সকাল ৭টা থেকে শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত।
প্রিমিয়ার এই প্রফেশনাল ক্লাবটি দেশের টপ রেটেড ফ্রিল্যান্সারদের নিয়ে গঠিত অর্থাৎ যারা টপরেটেড ফ্রিল্যান্সার তারাই কেবল এই গ্রুপটিতে যুক্ত হতে পারে। এই গ্রুপের একমাত্র উদ্দেশ্য হলো সৌহার্দ্য, সম্প্রীতি ও আইটি ফ্রিল্যান্সারদের মধ্যে মেলবন্ধন তৈরি করা। আসলেই এই গ্রুপে না আসলে বোঝা যেত না, ফ্রিল্যান্সারদের পরিবারের বাইরেও আরেকটা পরিবার রয়েছে।
এই গ্রুপটি থেকে প্রায় সময়ই ফ্রিল্যান্সারদের নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া এবং মাঝে মাঝে দুই থেকে তিন দিনের ট্যুর প্ল্যানও করা হয়, যা সত্যিকার অর্থেই ফ্রিল্যান্সারদের রিফ্রেশমেন্টের এক বড় উপায় এবং নতুন উদ্যোমে কাজ করার চালিকাশক্তিও বলতে পারেন।
পরিশেষে, সুস্থ থাকার একমাত্র উপায় হলো নিয়মিত শরীরচর্চা এবং পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করা। আমি ধন্যবাদ জানাই এই গ্রুপের আয়োজক কমিটিকে, যারা বিভিন্ন সময়ে গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে থাকে। যা ফ্রিল্যান্সারদের জন্য সত্যিই অনেক বড় পাওয়া, আমি আশা করি ভবিষ্যতেও তাদের এই ধারা অব্যাহত থাকবে।