গত টিপসের সূত্র থেকেই আজ শুরু করব আর একটি টিপস নিয়ে: মনে রাখা জরুরী যে আইটি ফ্রিল্যান্সিংয়ের পূর্ব শর্ত হলো স্কিল ডেভলপমেন্ট। মানে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন, আপনার অবশ্যই কোন না কোন সেক্টরে দক্ষতা রয়েছে। আজ আমি কথা বলব স্কিল ডেভেলপমেন্ট নিয়ে যেভাবে নিজেকে একজন ওয়েব ডিজাইনার হিসেবে তৈরি করতে পারেন।
আমি ধরে নিলাম আপনার কম্পিউটার বেসিক স্কিল রয়েছে তার মানে আপনি কম্পিউটার অপারেট করতে পারেন। নতুনদের মধ্যে একটি প্রশ্ন হচ্ছে ওয়েব ডিজাইন শিখতে কি কি লাগে? এখন আমরা জানবো ওয়েব ডিজাইন শিখতে আসলে কি কি লাগে?
ওয়েব ডিজাইন শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ:
- এইচটিএমএল (HTML)
- সিএসএস (CSS)
HTML হল হাইপারটেক্সট্ মার্কআপ ল্যাঙ্গুয়েজ( Hypertext Markup Language) মনে রাখা জরুরী যে একটি ওয়েবসাইটের মূল কাঠামো তৈরিই হয় এইচটিএমএল দিয়ে। তাই এইচটিএমএল এর বিভিন্ন ট্যাগের ব্যবহার জানাটা গুরুত্বপূর্ণ।
CSS এর পূর্ণরুপ হল (Cascading Style Sheet), ওয়েব পেজের বিভিন্ন উপাদানের গঠন, আকার, আকৃতি, রং, অবস্থান, গতিশীলতা ইত্যাদি নির্ধারণ করার অন্যতম সহজ পদ্ধতি হল সিএসএস। অর্থাৎ একটি ওয়েব পেজের ডিজাইন করা, গঠন তৈরি করা এবং বিভিন্নভাবে প্রদর্শনীর জন্য সিএসএস ব্যবহার করা হয়।
এইচটিএমএল এর সাথে সিএসএস-এর সামঞ্জস্যতা কেমন:
মনে করেন আপনি একটি কম্পিউটার কিনবেন এবং শুরুতেই চিন্তা করলেন যে আমার কম্পিউটার কেনার আগে আমার একটা কম্পিউটার টেবিল ও চেয়ার লাগবে। চেয়ার টেবিল কেনার এই ধারণাটা আপনি এইচটিএমএল এর সাথে তুলনা করতে পারেন।
এখন টেবিলের উপর আপনার কম্পিউটার রাখলেন সাথে কম্পিউটার চালানোর প্রয়োজনীয় জিনিসগুলো যেমন মাউস, কীবোর্ড এবং আরো কিছু প্রয়োজনীয় জিনিস দিয়ে আপনি টেবিলটা সুন্দর করে সাজালেন। এই যে কম্পিউটার টেবিলটা সুন্দর করে সাজালেন এটাকেই বলতে পারেন সিএসএস এর ব্যবহার।
এইচটিএমএল, সিএসএস সম্পর্কে কোথা থেকে ধারণা নিব। শুরু করতে পারেন w3schools.com দিয়ে, কারণ এটিকে বলা হয় ওয়েব ডিজাইন শুরু করার বাইবেল।
এইচটিএমএল এর বিভিন্ন ট্যাগের ব্যবহার এবং সিএসএস এর ক্লাস এবং আইডি সম্পর্কে কিছুটা ধারণা এলে একটি স্ট্যাটিক ওয়েব পেজ তৈরী করার চেষ্টা করুন। আর বারবার অনুশীলন করুন, মনে রাখবেন শুরুতে আপনার বিভিন্ন প্রকার ভুল হবেই আর এই ভুল থেকেই হবে আপনার চূড়ান্ত শিক্ষা। আজ এই পর্যন্তই পরবর্তি টিপসে কথা বলবো কিভাবে একটি ওয়েবপেজ ডাইনামিক করতে হয় মানে বুটস্ট্র্যাপ ও জাভাস্ক্রিপ্ট এর ব্যবহার নিয়ে।
বিঃ দ্রঃ আমার এই লেখাটি প্রথম আলোতেও প্রকাশিত হয়েছে, পড়তে ক্লিক করুন।
আর এই লিংকে গিয়ে পড়ে নিতে পারেন ওয়েব ডেভেলপমেন্ট যেভাবে শুরু করতে পারেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে।
পরিশেষে, যদি লেখাটি আপনার কোনো প্রকার উপকারে আসে তাহলে দয়াকরে সকল ফ্রীলান্সার ভাইদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেশের জন্য এবং দেশকে ভালোবেসে কাজ করুন। কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি যথাসাথ্য চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর বা আপনাকে সহযোগিতা করার জন্য।
One thought on “ওয়েব ডিজাইন শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ!”