৫ ডলারে শুরু হয়েছিল আমার (সুমনের) কাজ।

প্রত্যেক সফল ফ্রিল্যান্সারের সফল হওয়ার পিছনে এক একটি গল্প বা এক একটি ইতিহাস আছে।
যেমন কত রাত না ঘুমিয়ে থাকা, নাওয়া খাওয়া বাদ দিয়ে কাজ করা, বন্ধু বা পরিবারের আড্ডা থেকে নিজেকে বিরত রাখা, অনেক আপনজনের কল ইচ্ছা থাকা সত্ত্বেও না ধরা কাজের জন্য, কাজের জন্য কোথাও বের হতে না পারা, বেশিরভাগ সময় নিজেই নিজেকে ভুলে যাওয়া, আমি কি মানুষ না মেশিন ইত্যাদি মনে হওয়া। আরো কত কি…..বলে বুঝানো যাবে না। আপওয়ার্ক এ যারা সফল ফ্রীলান্সার একমাত্র তাঁরাই বুঝতে পারে এই সফলতার পিছনে রয়েছে কত পরিশ্রম আর কত ত্যাগ।

ধন্যবাদ প্রথম আলো, সত্যিই কখনো ভাবিনি আপনাদের সব সংস্করণে প্রথম পাতায় ছবি দিয়ে আমাকে নিয়ে ফিচার করবেন। ধন্যবাদ আমার সকল প্রিয় শুভাকাঙ্ক্ষীদের,বন্ধু-বান্ধবসহ আত্মীয় স্বজনদের যারা ইতিমধ্যেই আমাকে ফোন কল এবং ইনবক্স এর মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ  Rahitul Islam Ruwel ভাই সবসময় ফ্রিল্যান্সারদের পাশে থাকার জন্য এবং তাদের সফলতার গল্পগুলো আপনাদের মাধ্যমে সবার সামনে তুলে ধরার জন্য।

 

আপনাদের সকলের আশীর্বাদে আজকে আমার এত দূর আসা, আশীর্বাদ করবেন যেন আরও সামনে এগিয়ে যেতে পারি এবং আমরা যারা আইটি ফ্রিল্যান্সার তারা যেন দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জনে আরও মুখ্য ভূমিকা রাখতে পারে।

প্রথম আলোর সব সংস্করণে আমাকে নিয়ে লেখা:
প্রথম আলো অনলাইন
e-প্রথম আলো
প্রথম আলো ইউটিউব
প্রথম আলো ফেইসবুক
প্রথম আলো ফেইসবুক ভিডিও

সত্যিই অতীতের ফেলে আসা দিনগুলো কখনো ভুলার নয়। এক আপওয়ার্ক আমাকে যা দিয়েছে বা আপওয়ার্ক থেকে যা যা অর্জন করেছি তা আমার জীবনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ধন্যবাদ আপওয়ার্ক 

একাত্তর টিভিতে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র!

পরিশেষে, দেশের জন্য এবং দেশকে ভালোবেসে কাজ করুন। মার্কেটপ্লেসে আমাদের কাজের গুণমান ঠিক রাখতে সহযোগিতা করুন। কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি যথাসাথ্য চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর বা আপনাকে সহযোগিতা করার জন্য।

৫ ডলারে শুরু হয়েছিল আমার (সুমনের) কাজ।

4 thoughts on “৫ ডলারে শুরু হয়েছিল আমার (সুমনের) কাজ।

Write a comment....

Scroll to top
error: Content is protected !!