আমি মনে করি, মানুষের জীবনে এক একটি মাইলস্টোন অর্জন তার জীবনে নতুন করে অনুপ্রেরণা যোগায়। তেমনই আপওয়ার্কে আর একটি মাইলস্টোন অর্জন যা আমার কাছে সামনে এগিয়ে চলার নতুন চাবিকাঠি।
আসলে শুরুর পথটা কখনোই মসৃণ ছিল না, ২০১০ সালের অক্টোবরে ‘নিজে নিজেই ওডেস্কে (বর্তমানে আপওয়ার্ক) অ্যাকাউন্ট খুলি। তেমন কিছু বুঝি না, ইন্টারনেট ঘেঁটে ঘেঁটে শিখতে লাগলাম, এবার বিড করা শুরু করলাম। কিন্তু কোনো কাজ পাইনি, একটু হতাশ হয়ে গেলাম, ভাবলাম এভাবে হবে না। শেষমেশ আর চেষ্টাও করিনি, কাজ করা শুরু করলাম লোকাল অফিস জব আর পাশাপাশি কিভাবে নিজের স্কিল ডেভেলপ করা যায়।
ওডেস্কে (বর্তমানে আপওয়ার্ক) আবার পুনরায় চেষ্টা করি ২০১২ সালের অগাস্টে, ৫ ডলারের একটি কাজও পেলাম আর পিছন ফিরে তাঁকাতে হয়নি। ২০১৩ সালের জুলাই হতে একটা অফলাইনেও ক্লায়েন্ট পাই যা আপওয়ার্কের সমানতালে এগিয়ে চলছে। আর ২০১৬ সালের ডিসেম্বর থেকে লোকাল জব ছেড়ে দিয়ে পুরোপুরি মনোনিবেশ করি ফুল-টাইম আইটি ফ্রীলান্সার (মোবাইল এপপ্স ক্যাটাগরি) হিসাবে।
আপনাদের সকলের আশীর্বাদে আজকে আমার এত দূর আসা, আশীর্বাদ করবেন যেন আরও সামনে এগিয়ে যেতে পারি এবং আমরা যারা আইটি ফ্রিল্যান্সার তারা যেন দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জনে আরও মুখ্য ভূমিকা রাখতে পারে। পরিশেষে, সত্যিই অতীতের ফেলে আসা দিনগুলো কখনো ভুলার নয়, এক আপওয়ার্ক আমাকে যা দিয়েছে বা আপওয়ার্ক থেকে যা যা অর্জন করেছি তা আমার জীবনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, ধন্যবাদ আপওয়ার্ক।
নতুনদের উদ্দেশ্যে:
ধৈর্য নিয়ে লেগে থাকলে কোন কিছুই অসম্ভব নয়, লেগে থাকুন আর চেষ্টা চালিয়ে যান! যে-কাজ করছেন সে কাজে যদি আপনার মন না থাকে তাহলে তার পেছনে পরিশ্রম বৃথা। যে-কাজ করতে আপনার ভাল লাগে, যে-কাজে আপনি উৎসাহ পান, যে-কাজ আপনার মনের মত সেই কাজেই নিজেকে নিয়োজিত করা উচিত। যে কাজ করছেন বা করতে চলেছেন সে সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকা দরকার। নইলে পদে পদে হোঁচট খেতে হয় বা পরে আক্ষেপ করতে হয়। আর সব-সময় মনে রাখবেন আমাদের অগ্রগতি একটানা হয় না, আবার দ্রুতও হয় না। অতএব উচ্চাশা রাখুন, কিন্তু পা যেন আপনার মাটিতেই থাকে।
পরিশেষে, যদি লেখাটি আপনার কোনো প্রকার উপকারে আসে তাহলে দয়াকরে সকল ফ্রীলান্সার ভাইদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেশের জন্য এবং দেশকে ভালোবেসে কাজ করুন। মার্কেটপ্লেসে আমাদের কাজের গুণমান ঠিক রাখতে সহযোগিতা করুন। কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি যথাসাথ্য চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর বা আপনাকে সহযোগিতা করার জন্য।