আপনার হাতে যদি দুই মিনিট সময় থাকে, তাহলে একটু কষ্ট করে পড়ে নিতে পারেন:
আইটি ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর যেখানে কেউ কাউকে মূল বিষয় শেখাতে পারেনা। এখানে যা প্রয়োজন সেটা হল স্কিল ডেভলপমেন্ট। আপনার যদি স্কিল থাকে এবং আপনি প্রকৃত সময় দেন তবে এখান থেকে অবশ্যই ভাল কিছু পাবেন। তবে দিন শেষে আপনাকে ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে, এটাই হল মূল বিষয়।
এবার আসি আসল কথায়:
ফ্রিল্যান্সিং নামক বিভিন্ন ট্রেনিং সেন্টার বা বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে বিভিন্ন কোর্সের কথা যদি বলি, তাহলে এখানে হাতেগোনা কয়েকজন ছাড়া বাকি সবাই ঝরে পরে। যে কয়জন আছে, এইসব জায়গা থেকে যে সফল হয় তাদের আগে থেকেই কোনো না কোনোভাবে দক্ষতা ছিল। অথচ দিন শেষে নাম হয় কিছু নামধারী প্রতিষ্ঠানের। মূলত এই বিষয়টিকে পুঁজি করেই তারা তাদের বিস্তার বা শাখা প্রশাখা ছড়িয়ে বসে।
অবশেষে আইটি ফ্রিল্যান্সিং নিয়ে যারা আগ্রহী তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি চিন্তা করে দেখেন আপনার ভার্সিটি লাইফের কথা। সেখানে আপনি কারো কাছে প্রাইভেট পড়েছেন কিনা বা কোন কোচিং সেন্টারে আপনাকে যেতে হয় কিনা?? আপনার বিশ্ববিদ্যালয় জীবনে আপনাকে হয় গ্রুপ স্টাডি, ডিপার্টমেন্টের বড় ভাই নয়তোবা শিক্ষকদের সান্নিধ্যে যেতে হয়।
ভার্সিটি লাইফে বা আপনার শিক্ষাপ্রতিষ্ঠানে আপনার উদ্দেশ্য থাকে কিভাবে এখান থেকে জ্ঞান অর্জন করে পরবর্তী ধাপে যাওয়া যায় এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতা গুলোকে কাজে লাগিয়ে বা একটু ঘসা মাজা করেই কিন্তু অনেকে নিজেকে গবেষণায়, অনেকে শিক্ষকতা পেশা বা বিভিন্ন পেশায় নিজেকে নিয়োজিত করে।
আইটি ফ্রিল্যান্সিংয়েও ঠিক তেমনি আপনার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাকে বিভিন্ন মার্কেটপ্লেসে থেকে কাজ নিতে হবে। ফ্রিল্যান্সিং আসলে কোন শিখার বিষয় না এবং এখানে কেউ কাউকে শেখাতেও পারেনা। এর প্রধান মূলমন্ত্র হলো আপনার দক্ষতা, আর এই দক্ষতা কিভাবে অর্জন করতে হয়, তা আমি শিক্ষাজীবনের উদাহরণ দিয়েই উপরে বললাম, বাকিটা আপনার উপর।
আমি এখানে যে উদাহরণ দিলাম সেটা আরেকটু অনুধাবন করার চেষ্টা করুন। কোন কিছু বুঝে উঠতে না পারলে অবশ্যই যে কমিউনিটিতে ভালো করছে বা আশেপাশের যে এই সেক্টরে প্রকৃতপক্ষে ভালো করছে তাদের সান্নিধ্যে আসা উচিত।
পরিশেষে, যদি লেখাটি আপনার কোনো প্রকার উপকারে আসে তাহলে সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেশের জন্য এবং দেশকে ভালোবেসে কাজ করুন। মার্কেটপ্লেসে আমাদের কাজের গুণমান ঠিক রাখতে সহযোগিতা করুন। কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি যথাসাথ্য চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর বা আপনাকে সহযোগিতা করার জন্য।