আজ(১লা অগাস্ট ২০১৯) আমি পোস্ট অফিস থেকে একটি কল পেলাম এবং তারা আমাকে বললো যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি পার্সেল পেয়েছি। প্রথম আলোতে লেখক Rahitul Islam Ruwel ভাই আমাকে নিয়ে ফিচার করার পর, আপওয়ার্ক তার ফেসবুক পেজের মাধ্যমে আমাকে অভিনন্দন জানিয়েছিল এবং বললো যে আমাদের কমুনিটির এত বড় সদস্য হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আপনার জন্য আমাদের পক্ষ থেকে কিছু গিফট পাঠিয়েছি এবং আশাকরি কয়েক সপ্তাহের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছাবে। আপনার সাফল্যের জন্য আবারও অভিনন্দন।
প্রিয় আপওয়ার্ক, সত্যিই কখনো ভাবিনি আপনাদের কাছ থেকেও অনুপ্রেরণামূলক এই গিফট আইটেম পাব! অসাধারণ এক অনুভূতি হচ্ছে, যা বলে বুঝাতে পারব না। আশা করি আপনাদের এই অনুপ্রেরণা মূলক উপহার আমাকে আরও সামনে এগিয়ে নিতে সাহস যোগাবে। ধন্যবাদ আপওয়ার্ক এই সুন্দর উপহারের জন্য!
Today(1st August 2019) I received a call from the post office and they told me that I had received a parcel from the United States. Upwork did congratulate me by their Facebook page after being featured(Written by Rahitul Islam Ruwel) in Prothom Alo and said thank you for being such a great member of our community. “We have sent you some gifts from us and will hopefully reach your address in a few weeks. Thanks again for your success.”
Dear Upwork, Never really thought I’d get this inspirational gift item from you! There is a great feeling, which I cannot explain. I hope your inspirational gift gives me the courage to go ahead for the next steps.
Thanks, Upwork for this beautiful gift!