নতুনদের অনেকেই জিজ্ঞাসা করছেন বা নিন্মোক্ত প্রশ্নগুলো পাচ্ছি:
যে আমি এটা পারি বা ওটা পারি, অমুক প্রতিষ্ঠান থেকে কোর্স করেছি, আমি মার্কেটপ্লেস সম্পর্কে জানি কিন্তু কিভাবে শুরু করবো বুঝতে পারছি না, আমি নতুন একাউন্ট খুলেছি কিন্তু আমি কি ভাবে আপনাদের সাথে কাজ করবো, আমি কাজ জানি কিন্তু ভালো ইংরেজি জানি না, ভাই আপনি এটা শিখতে বলেছেন কিন্তু কিভাবে শুরু করবো ইত্যাদি ইত্যাদি।
প্রথমেই আপনাদের বলতে চাই, মার্কেটপ্লেসে আসার আগে তিনটি পয়েন্ট সম্পর্কে আপনাদের পরিষ্কার ধারণা থাকতে হবে:
১। ভালো ইংরেজি জানতে হবে, ভালো মানে হলো আপনাকে স্মার্টলি বলতে ও লিখতে পারা জানতে হবে। আমার মতে কমিউনিকেশন হলো ফ্রিল্যান্সিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন কেও যদি এটা ভালো করে না জানেন তাহলে আপনি মার্কেটে কিভাবে কমিনিকেশন করবেন? আপনার ইংরেজি স্কিল যদি ভালো হয় দেখবেন ফ্রিল্যান্সিং এর ছোট ছোট সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন। তাই এখন থেকেই বলতে ও লিখতে পারার অনুশীলন শুরু করুন।
২। আপনি যা জানেন, সেটা কি আসলেই ভালো করে জানেন? দয়াকরে নিজেকে প্রশ্ন করুন। মার্কেটপ্লেসে কাজ শুরু করার মানে সবাই ধরে নেই যে, আপনি আপনার ক্যাটাগরিতে দক্ষ। সুতরাং আপনাকে দক্ষতা অর্জন করেই মার্কেটপ্লেসে আসতে হবে এবং এটি বাধ্যতামূলক, মনে রাখবেন দয়াকরে। সবথেকে বড় সমস্যা হল কাজের গুনগত মান। এই জায়গায় সবাই পিছিয়ে। ক্লায়েন্ট একটা জবে অনেক ফ্রিল্যান্সার পাচ্ছে, তার কাজ বলার আগেই যখন কেউ বুঝে যাচ্ছে তখন আপনাকে কষ্ট করে বোঝানোর ঝামেলা সে কেন করবে!! ক্লায়েন্ট চায় স্মার্ট ফ্রিল্যান্সার।
৩। মার্কেটপ্লেস সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা থাকতে হবে, শুধু আপওয়ার্কই সব নয়। আরো অনেক মার্কেটপ্লেস আছে যেমন :
Fiverr (www.fiverr.com)
Freelancer (www.freelancer.com)
Guru (www.guru.com)
Toptal (www.toptal.com)
Peopleperhour (www.peopleperhour.com)
…. এছাড়াও আরো অনেক মার্কেটপ্লেস আছে ।
যে মার্কেটপ্লেসেই আপনি কাজ করতে চান না কেন উপরোক্ত বিষয়গুলোর পাশাপাশি আপনাকে একটি ভালো প্রোফাইল তৈরি করতে হবে, আপনি কে, আপনি কি কি বিষয়ে দক্ষ, আপনার আগের কোনো জব এক্সপেরিয়েন্স আছে কি না ইত্যাদির বর্ণনা দিয়ে প্রোফাইল তৈরি করুন। কখনো অন্যের প্রোফাইল থেকে কিছু কপি করে নিজের প্রোফাইলে যুক্ত করবেন না। আপনার সঠিক দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রোফাইল তৈরি করবেন বা সাজাবেন। এতে করে খুব সহজেই আপনার প্রোফাইল এপ্রোভ হয়ে যাবে।
মনে রাখবেন কেউ দুনিয়াতে কাজ আগে থেকে শিখে আসে না, মানুষ কাজ শিখে নিজের জন্য এবং অপরকে সহযোগিতা করার জন্য। আমি মনেকরি মানুষ ও কাজ একে অপরের পরিপূরক। নতুনদের প্রতি আমার অনুরোধ, আমাদের বাংলাদেশিদের একটি মূল সমস্যা অপরের উন্নতিকে ভালো চোখে দেখতে পারি না। আমাদের এটা থেকে বেরিয়ে আসতে হবে এবং অপরের ভালো কাজকে অবশ্যই সম্মান করতে হবে, যদি সুযোগ হয় তাকে আরো ওপরে ওঠার বা তাঁর উন্নতিতে সহযোগিতা করুন। মনে রাখবেন গুগল, মাইক্রোসফট এর সিইও একজনই হয় তাঁর মেয়াদকালে।
পরিশেষে, যদি লেখাটি আপনার কোনো প্রকার উপকারে আসে তাহলে দয়াকরে সকল ফ্রীলান্সার ভাইদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেশের জন্য এবং দেশকে ভালোবেসে কাজ করুন। মার্কেটপ্লেসে আমাদের কাজের গুণমান ঠিক রাখতে সহযোগিতা করুন। কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি যথাসাথ্য চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর বা আপনাকে সহযোগিতা করার জন্য।