ব্যক্তি ১ এবং ব্যক্তি ২ এর মধ্যে কথোপকথন হচ্ছে কোনো একটি কাজের আপডেট বিষয়ে।
ব্যক্তি ১: ভাই কি অবস্থা, কেমন আছেন? কাজের কি খবর? বলেছিলেন এই সপ্তাহের মধ্যেই হয়ে যাবে, সপ্তাহের শেষ দিন কোন আপডেট তো দিলেন না?
ব্যক্তি_২: এইতো ভাই আছি কোনরকম, খুব একটা ভালো না। গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলাম তাই আপনার কাজটি বেশি আগাতে পারিনি। আশা করি আগামী সপ্তাহের মধ্যেই হয়ে যাবে।
ব্যক্তি ১: আচ্ছা ঠিক আছে, আপনার সুস্থতা কামনা করছি, তো কাজ শেষ হলে আমাকে একটা আপডেট দিবেন দয়া করে। তো আপনার কথা অনুযায়ী আগামী সপ্তাহের মধ্যে কাজ হয়ে যাবে তো?
ব্যক্তি_২: আপনি কোন চিন্তা করবেন না ভাই, হয়ে যাবে। কথা দিলাম আগামী সপ্তাহের আগেই আপনার কাজটি সম্পন্ন করে দেবো।
ব্যক্তি ১: ভাই সপ্তাহশেষে আবার নতুন সপ্তাহ শুরু হয়ে গেল, কি অবস্থা বলেনতো? একটা ফোনও দিলেন না বা কোন আপডেটও জানতে পারলাম না। কি অবস্থা বলেন তো আসলে, সমস্যা কি হয়েছে?
ব্যক্তি_২: ভাই আর বইলেন না, আবারো একটা সমস্যায় পড়ে গেছি কি বলব আপনাকে। শেষ করতে পারিনি আরো সময় লাগবে।
ব্যক্তি ১: ঠান্ডা মাথায় জিজ্ঞেস করল সমস্যাটা কোথায়, আমার সাথে শেয়ার করা যাবে কি? এত সময় লাগার কথা নয় আপনার কথা অনুযায়ী। আর আপনি যা যা চেয়েছেন আমি তা তা আপনাকে দিয়েছি তারপরও কাজটি সম্পন্ন হতে পারল না, খুবই দুঃখজনক।
ব্যক্তি_২: ভাই আর কিছুদিন সময় দিন আশা করি এইবার হয়ে যাবে।
……
……
……
……
……
ব্যক্তি ১: প্রায় দুই মাস পর তাকে আবার বেশ কয়েকবার ফোনকল দিলেন রিসিভ করল না, পরদিন আবার তাকে ফোনকল দিলেন এইবার ফোন রিসিভ করলো, কথোপকথনের মাঝে তাকে জিজ্ঞেস করল, ভাই আপনি কি আপনার ভাগ্যের পরিবর্তন চান না? আপনি কি নিজের একই অবস্থানে থাকতে চান সবসময়? অনেকদিন দিন তো হলো আপনাকে চিনি জানি। এমন করলে তো কখনো আপনার পরিবর্তন হবে না। একটু বোঝার চেষ্টা করুন, মানুষকে মূল্যায়ন করতে শিখুন, সততার দাম দিতে চেষ্টা করুন। ১-২ মাস এভাবে চলার চেষ্টা করে দেখুন না দয়াকরে, ১-২ মাস পর পিছনে ফিরে তাঁকালে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার অবস্থান পরিবর্তন হয়েছে কিনা। নরমসুরে আরো অনেক কিছুই বলল।
ব্যক্তি_২: আবারো বলতে চেষ্টা করল, তবে এবার তার কথার মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য হলো। সে বলল ভাই দুঃখিত, আসলে আপনার মতো করে এভাবে আমাকে কেউ আজ পর্যন্ত বলেনি, আজ আপনার এই বলা কথাগুলো আসলে আমার চক্ষু খুলে দিয়েছে। আপনাকে আমার আর বলার কিছু ভাষা নেই ভাই। আমাকে আর বেশিদিন না, মাত্র তিন দিন সময় দিয়ে দেখুন।
ব্যক্তি ১: সত্যিই অবাক করা বিষয় এবার ৩ দিনের মধ্যে কিভাবে যেন কাজটি সম্পন্ন হয়ে গেলো।
প্রায়…… ৪ মাস পর…….
এবং ব্যক্তি ২ এর অবস্থানের পরিবর্তন হতে শুরু করলো, তার কথাবার্তায়, ব্যবহার আর চালচলনে।
সারমর্ম: আসলে উপরওয়ালা চাইলে সবই সম্ভব, অতএব একে অপরকে মূল্য দিতে শিখুন, রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করুন, মানুষকে কথা দিয়ে কথা রাখুন, সৎ এবং একনিষ্ঠ জীবন-যাপনের চেষ্টা করুন। আপনার ভাগ্যের পরিবর্তন অবশ্যভাম্বি।
বিঃ দ্রঃ এই গল্পটি কাল্পনিক, যদি কারো বাস্তব জীবনের সাথে মিলে যায় তাহলে কর্তৃপক্ষ দায়ী নয়। পরিশেষে যদি লেখাটি আপনার কোনো প্রকার উপকারে আসে তাহলে দয়াকরে সকল ভাইদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেশের জন্য এবং দেশকে ভালোবেসে কাজ করুন।