উইথড্র এমাউন্ট ছোট/সামান্য হলে যেভাবে সবচেয়ে কম খরচে আপওয়ার্ক থেকে উইথড্র দিবেন।

যারা আপওয়ার্ক থেকে ছোট ছোট ট্রান্সেকশন করে থাকেন যেমন $40, $50 অথবা যেকোনো এমাউন্ট $200 এর নিচে। আপনি চাইলেই সবচেয়ে কম খরচে আপওয়ার্ক থেকে উইথড্র দিতে পারবেন, যদি আপনার থাকে একটি সচল “Payoneer” একাউন্ট। যেমন ধরুন আপনার এখন $৩০ ডলার উইথড্র দেওয়ার প্রয়োজন এবং আপনি যদি এই সিস্টেম ব্যবহার করেন তাহলে আপনার খরচ হবে মাত্র $0.30 সেন্ট। যদি উইথড্র এমাউন্ট হয় $100 ডলার তাহলে আপনার খরচ হবে মাত্র $1 ডলার, মানে সর্বমোট ১% হচ্ছে উইথড্র ফী এটা যেকোনো এমাউন্ট এর জন্য প্রযোজ্য।

আসুন গল্পে গল্পে আপনাকে দেখায় কিভাবে এটি ব্যবহার করবেন:
১। প্রথমে আপনার আপওয়ার্ক একাউন্ট থেকে “Settings” এ যাবেন তারপর ক্লিক করুন ” Get Paid”।এখন আপনি পাবেন “Add Method” অপসন।

২। ক্লিক করুন “Add Method” এ। এখন আপনি পাবেন “Set Up” অপসন ব্যাংক একাউন্ট যুক্ত করার জন্য। এখন ক্লিক করুন “Set Up” এ, রেড মার্ক চিহ্নত নিচের ছবিতে।

 

৩। এখন আপনার Payoneer একাউন্ট থেকে Receive এ যাবেন তারপর ক্লিক করুন “GLOBAL PAYMENT SERVICE” এ। আপনি আপনার USD ব্যাংক একাউন্টের তথ্য পাবেন। এই তথ্য গুলো (Routing Number, Account Number, Account Type) লাগবে পরবর্তী পদক্ষেপের জন্য।

 

 

৪। এখন আপওয়ার্ক পেজে গিয়ে এই তথ্য গুলো(Routing Number, Account Number, Account Type) পূরণ করে “Add Account” বাটন এ ক্লিক করুন রেড মার্ক চিহ্নত নিচের ছবিতে।

 

৫। এখন আপওয়ার্ক আপনাকে একটি মেসেজ দিবে যে, আপওয়ার্ক আপনার উক্ত ব্যাংক একাউন্ট এ দুটি ক্ষুদ্র ট্রান্সেকশন পাঠাবে একাউন্ট সফলভাবে সেট করতে। দুটি ক্ষুদ্র ট্রান্সেকশন দুই দিনের মধ্যে আপনার “Payoneer” ট্রান্সেকশন লিস্টে দেখতে পাবেন। এমনকি আপনি ইমেইল নোটিফিকেশনও পাবেন।

 

৬। এখন আবার আপওয়ার্ক গিয়ে উক্ত ট্রান্সেকশন দুটি দিয়ে কন্ফার্ম করুন। ব্যাস হয়ে গেলো আপনার একাউন্ট সেটআপ। আর আপওয়ার্ক থেকে উইথড্র দিতে থাকুন নিঃসন্দেহে। উইথড্র দেওয়ার একদিনের মধ্যে ডলার আপনার “Payoneer” একাউন্ট এ যুক্ত হয়ে যাবে। তারপর আপনার “Payoneer” একাউন্ট থেকে ব্যাংক একাউন্ট এ উইথড্র দিন।

এই লেখাটি শুধু যারা কেবল ইনকাম শুরু করেছেন আপওয়ার্ক থেকে তাদের জন্য লিখেছি। চাইলে এক্সপার্টরাও ব্যবহার করতে পারেন যদি $40, $50 অথবা যেকোনো এমাউন্ট $200 এর নিচে ইমার্জেন্সির জন্য উইথড্র দিতে হয়।


পরিশেষে
, যদি লেখাটি আপনার কোনো প্রকার উপকারে আসে তাহলে দয়াকরে সকল ফ্রীলান্সার ভাইদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেশের জন্য এবং দেশকে ভালোবেসে কাজ করুন। মার্কেটপ্লেসে আমাদের কাজের গুণমান ঠিক রাখতে সহযোগিতা করুন। কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি যথাসাথ্য চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর বা আপনাকে সহযোগিতা করার জন্য।

 

উইথড্র এমাউন্ট ছোট/সামান্য হলে যেভাবে সবচেয়ে কম খরচে আপওয়ার্ক থেকে উইথড্র দিবেন।

Write a comment....

Scroll to top
error: Content is protected !!