একজন মানুষের স্বাবলম্বী হয়ে ওঠা বা নিজের পায়ে দাঁড়ানো সত্যিকার অর্থেই তার জীবনে অনেক বড় পাওয়া। নিজের কাজের অবসরের সময়টুকুতে সবসময়ই চেষ্টা করে যাচ্ছি, এ এদেশের তরুণ প্রজন্মকে কিভাবে স্বাবলম্বী করে তোলা যায় বা তাদের উন্নয়নে কিভাবে ভূমিকা রাখা যায়। যেখানেই থাকি সবসময় চেষ্টা করি, তাদেরকে সহায়তা করার জন্য।
এরমধ্যে আমাদের কমিউনিটির ভাই-ব্রাদারদের মধ্যে যারা উদ্যোক্তা হয়েছেন চেষ্টা করি সেখানে অনেকেই রেফার করে দিতে। যদি তাদের দক্ষতার কোন ভূল-ত্রূটি থাকে তাহলে সেটাও নিজের অভিজ্ঞতার আলোকে শুধরে দেওয়ার চেষ্টা করি।
পরিশেষে তারা নিজেরাই নিজেদেরকে মেলে ধরতে পারছে আইটি ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন মার্কেটপ্লেসে, যা সত্যিই অনেক আনন্দের। তাদের মধ্যে বেশির ভাগেরই সাথেই আমার ভার্চুয়ালে কানেক্টেড।
দিনশেষে এটিই আমার সবচেয়ে বড় পাওয়া, যখন তারা দূর-দূরান্ত থেকে এসে সশরীরে দেখা করে এবং বলে যে ভাই আপনার ফ্রি-মেন্টরশীপে আজ এত দূর আসা, আপনি না থাকলে হয়তো আজ এভাবে এতদূর আসা হতো না, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তবে আমি মনে করি তাঁদের স্বাবলম্বী হয়ে ওঠায় সবচেয়ে বড় ভুমিকা তার নিজের প্রচেষ্টা এবং চেষ্টা চালিয়ে যাওয়া, পরিবারের সহযোগিতা এবং শিক্ষকদের দিকনির্দেশনা আর আমি কেবল মাত্র উসিলা।
কথাগুলো বলার একমাত্র কারণ, যখন দেখি এদেশের হাজারো তরুণ প্রজন্ম হতাশায় নিমজ্জিত কিন্তু তাদের সামনে এগিয়ে যাওয়ার অনেক পথ রয়েছে যদি তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে এবং সামনে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখে। মনে রাখা জরুরী আমরা কেউই দুনিয়াতে আগে থেকে কাজ শিখে আসেনি।
আমরা কাজ শিখি নিজের জন্য বা অপরকে সহায়তা করার জন্য, পৃথিবীর প্রতিটা মানুষই কোন না কোন ভাবে একে অপরের উপর নির্ভরশীল। অতএব চেষ্টা চালিয়ে যান, একবার না পারিলে দেখো শতবার(এখানেই আমরা বড় অধৈর্য হয়ে যাই), লেগে থাকুন আপনি যে বিষয়ে জানতে চান তা ভালো করে জানার চেষ্টা করুন, পুনরায় চেষ্টা করুন আর তাতেই আপনি একদিন না একদিন ভালো কিছু অবশ্যই পাবেন এবং উপরের ছবির দুজন তারই একটি উদাহরণ।
এদেশের হাজারো তরুণ প্রজন্ম স্বাবলম্বী হয়ে উঠুক, সেখান থেকে উদ্যোক্তা এবং আরও ১০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করুক। আর এভাবেই একে অপরের হাত ধরে পূর্ণ হউক হাজারও তারুণ্যের স্বপ্ন এবং মুছে যাক বেকারত্বের গ্লানি!
পরিশেষে, যদি লেখাটি আপনার কোনো প্রকার উপকারে আসে তাহলে সকল সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেশের জন্য এবং দেশকে ভালোবেসে কাজ করুন। কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি যথাসাথ্য চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর বা আপনাকে সহযোগিতা করার জন্য।
You are always great Vaijan