প্রশ্নের উত্তরগুলো আপনারা ভিডিওটি যদি গুরুত্ব সহকারে দেখেন, আশাকরি আপনাদের অনেক উপকারে আসবে এবং দয়া করে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব সচেতনতা তৈরি করা যায় এই প্রোগ্রামের মাধ্যমে।
প্রশ্ন–১: অনুষ্ঠানের শুরুতে আমরা দর্শকদের কাছে একটি জিনিস পরিষ্কার করতে চাই, সেটি হল আসলে আইটি ফ্রিল্যান্সিং মানে কি বা ফ্রিল্যান্সিং বলতে আমরা আসলে কি বুঝি?
প্রশ্ন-২: একজন ফ্রিল্যান্সারের পেশাদারিত্ব কেমন হওয়া উচিত?
আমরা অনেক সময় দেখে থাকি বা উপলব্ধি করে থাকি যে অনেক ফ্রিল্যান্সার-এর মধ্যেই পেশাদারিত্বের অভাব দেখা যায়, এক্ষেত্রে আপনার মূল্যায়ন কি বা ফ্রিল্যান্সিং-এ নতুন যারা তারা কিভাবে নিজের পেশাদারিত্বের উপর গুরুত্ব দেবে?
প্রশ্ন-৩: যারা আসলেই নতুন, তাদের মধ্যে শেখার প্রবণতা কতটুকু আর বর্তমানে অনেকেই দেখা যায় যে, কোয়ালিটির পিছনে না ছুটে কিভাবে বেশি বেশি ডলার কমানো যায় সেই দিকে মনোনিবেশ করে, এর ক্ষতিকারক দিকগুলো আপনার কাছে কি বলে মনে হয়?
প্রশ্ন-৪: বাস্তবিক দিক থেকে একজন ফ্রিল্যান্সারের সোশ্যালিজমের(সমাজ, পরিবার, বন্ধু) দিক থেকে কতটুকু গুরুত্ব দেয়া উচিত?
আমরা যদি বিভিন্ন আইটি ফ্রিল্যান্সিং গ্রুপ গুলোর দিকে তাকিয়ে দেখি, তাহলে অনেক ধরনের অভিযোগ শুনতে পায়, এসব ক্ষেত্রে আপনাদের মূল্যায়ন কি? এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পেশাদারিত্বের বড্ড অভাব এসব ক্ষেত্রে আপনারা কি মনে করেন?
অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একজন অতিথির মুখ থেকে শুনবো কিভাবে সে তার নিজের প্রফেশন এবং অন্যান্য জিনিসকে গুরুত্ব দিয়ে সবকিছুর সাথে তাল মিলিয়ে চলে।
আমরা জানি বিশেষ করে আমাদের দেশের সমাজ ব্যবস্থার জন্য নারীদের বাইরে গিয়ে জব করাটা একটু কঠিন, তবে অনেক নারীই নিজের প্রতিভাকে বিভিন্ন কাজের মাধ্যমে বিকশিত করে চলছে। আইটি ফ্রিল্যান্সিংয়ের দিকে যদি তাকাই তবে বর্তমানে অনেক নারী সফলতার সাথে কাজ করে চলেছে। আপনার মুখ থেকে শুনতে চাই কিভাবে নারীরা ঘর এবং সন্তান-সন্ততি সামলিয়ে পেশাদারিত্বের সাথে ফ্রীলান্সিং জব করে যাচ্ছে।
প্রশ্ন-৫: আরেকটা জিনিস আমরা লক্ষ্য করে থাকি বা সোশ্যাল মিডিয়ার দিকে তাকালেই বোঝা যায়, অনেকেই বলে থাকে ফ্রিল্যান্সারদের মধ্যে সামাজিকতার খুব কম দেখা যায় যেমন ধরেন তাদের কিছুটা আচরণে, পোশাক-পরিচ্ছদে অনেকটা প্রকাশিত হয় বা অনুষ্ঠানে তাদের যেভাবে উপস্থিত হওয়া উচিত অনেকেই সেটা অনুসরণ করে না। এ ব্যাপারে আপনারা কি মনে করেন।
প্রশ্ন-৬: যারা আইটি ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা হয়েছেন, এখন চেষ্টা করে চলেছেন তার আশেপাশের মানুষজন এর জন্য কর্মক্ষেত্র সৃষ্টি করা কিন্তু এখানে প্রায়ই শোনা যাচ্ছে উপযুক্ত কোন রিসোর্স সহজে পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও তাদের মধ্যে পেশাদারিত্বের অভাব। কিছু দিন কাজ করার পর না জানিয়ে অন্যত্র চলে যাওয়া, কষ্ট করে নতুন জিনিস শেখার প্রতি অনাগ্রহ এবং অনেককে বলতে শুনেছি যে অগ্রিম বেতন নিয়েও অন্য কোথাও চলে যাওয়া ইত্যাদি ইত্যাদি।
অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আরও একজন অতিথির মুখ থেকে শুনবো কিভাবে সে তার নিজের প্রফেশন এবং অন্যান্য জিনিস কে গুরুত্ব দিয়ে সবকিছুর সাথে তাল মিলিয়ে চলে।
প্রশ্ন-৭: আমাদের এই ফ্রিল্যান্সিং সেক্টরের অনলাইন প্রফেশনে আরেকটি সবচেয়ে বড় অভিযোগ লক্ষ্য করা যায় যে আসলে কেউ কাউকে মূল্যায়ন করতে চায় না। বেশিরভাগই নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে চায়, এই যে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে চায় এবং সাম্প্রতিক ঘটনার দিকে তাকালে বুঝা যায় অনেকেই একাকীত্বে ভোগে এর থেকে কিভাবে বের হওয়া যায় বা কি আপনার দৃষ্টিতে কি মনে হয়, সত্যি বলতে কি এই ফ্রিল্যান্সিং প্রফেশনে সেতুবন্ধন আরো কিভাবে বাড়ানো যায়?
প্রশ্ন-৮:
অনেককেই বলতে শোনা যায় বা আপনারা হয়তো এই প্রশ্নটিই পেয়ে থাকেন যে আসলে একজন ফ্রিল্যান্সার প্রতিষ্ঠিত হওয়ার পরও তার কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায়না, মনে করে যে আসলে তাঁর জবটা একটা আনসিকিউরড কিন্তু বাস্তবিক পক্ষে কি তাই? এইসব ক্ষেত্রে ফ্রিল্যান্সারদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত বা সমস্যার সমাধানের ক্ষেত্রে তাদের কি করা উচিত বলে আপনি মনে করেন?
পরিশেষে, যদি আপনার কোনো প্রকার উপকারে আসে তাহলে দয়াকরে সকল আইটি ফ্রিল্যান্সার ভাইদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেশের জন্য এবং দেশকে ভালোবেসে কাজ করুন। মার্কেটপ্লেসে আমাদের কাজের গুণমান ঠিক রাখতে সহযোগিতা করুন। কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি যথাসাথ্য চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর বা আপনাকে সহযোগিতা করার জন্য।