বিজয়ের এই দিনে নিজের দেশকে আবারও সবার সামনে তুলে ধরতে পেরে খুবই আনন্দিত। আজকে আমাদের টিমের ২০২১ সালের শেষ মিটিং ছিল এবং এর উদ্দেশ্য ছিল এই বছরের আপডেট, পাশাপাশি কিছু মজা করা।
টিমের সকলকে আগে থেকেই বলে রেখেছিল যে, ব্যাকগ্রাউন্ডে একটি ছবি যুক্ত করার জন্য এবং এই ছবির পেছনে যে স্টরি থাকবে সেটা বর্ণনা করার জন্য। আজকের এই ১৬ই ডিসেম্বর, তাই আমি এই সুযোগটা লুফে নিতে আর দ্বিতীয়বার চিন্তা করিনি। কি সৌভাগ্য আমার! দেশের কিছুটা ইতিহাস সকলের সামনে বর্ণনা করতে পেরে। ❤️
আমাদের এই টিমের ১০০ জনের উপর কাজ করছি এবং মজার বিষয় হচ্ছে এর মধ্যে আমরা ২২টি দেশের প্রতিনিধিত্ব করছি, মানে টিমে জয়েন করা লোকজন বিভিন্ন দেশ থেকে।
সবশেষে, মজার যে বিষয়টি হলো:
টিমের মধ্যে আমরা কে কেমন, সেই অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে সবাইকে ফানি অ্যাওয়ার্ড দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিজয়ের এই দিনে, টিমের সকলের সাথে এক অনাবিল ভার্চুয়ালি আনন্দে মেতে ওঠা এ যেন জীবনের পরম পাওয়া।
বিজয়ের এই ৫০ বছর, যাঁদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা। হাটি হাটি পা পা করে, লাল সবুজের এই দেশ সামনে এগিয়ে চলছে। তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি আগামী পাঁচ থেকে সাত বছর অনেক গুরুত্বপূর্ণ, যা বাংলাদেশকে পূর্ণতা দিতে পারে এই দেশের তরুণ প্রজন্ম।
নিজেদের শক্তিমত্তা জানান দিতে, জেগে ওঠো হে তরুণ সমাজ:
বাংলা মায়ের দামাল ছেলে এগিয়ে চলো,
লাল-সবুজের এই পতাকা ঊর্ধ্বে তুলো,
পদ্মা মেঘনা যমুনা সুরমার ঢেউ বিশ্ব দেখুক।
পরিশেষে, সবাইকে আবারো মহান বিজয় দিবসের শুভেচ্ছা। সুখ আর সমৃদ্ধিতে পূর্ণ হোক, আমাদের এই স্বপ্নের বাংলাদেশ। দেশের জন্য এবং দেশকে ভালোবেসে কাজ করুন। কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি যথাসাথ্য চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর বা আপনাকে সহযোগিতা করার জন্য।