অনেকেই আমাকে বা অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের প্রশ্ন করে থাকেন আমি কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাবো বা কাজ পেতে পারি?
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ তবে সবচেয়ে ভালো হতো আপনি কোন ক্যাটাগরিতে দক্ষ সেটা যদি উল্লেখ করতেন। আমি ধরে নিলাম ফ্রিল্যান্সিংয়ে যেসব জব ক্যাটাগরি আছে সেগুলোর মধ্যে আপনি কোনো একটি ক্যাটেগরিতে ভালো কাজ জানেন। আপনাকে কাজ খুঁজে পাওয়ার আগে যে কোন একটা ক্যাটাগরিতে আপনাকে দক্ষ হতে হবে। তারপর সে অনুসারে আপনি আপনার নিজেকে প্রমোট করুন যা আপনার জন্য ক্লায়েন্টের নিকট হতে কাজ খুঁজে পেতে অনেকটা সহজ হবে।
কাজ পাওয়ার জন্য অনেক পথ আছে সেটা হতে পারে ফ্রিল্যান্সিংয়ের মার্কেটপ্লেসগুলো (যেমনঃ আপওয়ার্ক, ফাইভার, ফ্রিল্যান্সার.কম, পিপল-পার-আওয়ার সহ আরও অনেক) আছে তার মাধ্যমে আপনি কাজ পেতে পারেন, আপনার সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের মাধ্যমেও আপনি কাজ পেতে পারেন যেমন লিংকড-ইন। আপনার নিজের যদি একটি প্রোটফোলিও ওয়েবসাইট থাকে তাহলে এটিকে প্রোমোট করে আপনি আপনার সার্ভিস সেল করতে পারেন বা সহজেই কোনো ক্লায়েন্টের সান্নিধ্য পেয়ে কাজ পেতে পারেন।
আপনি যদি কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে কাজ করেন সেক্ষেত্রে প্রোগ্রামিং এর ধরন অনুযায়ী অনুযায়ী আপনি বিভিন্ন এপ্লিকেশন বানিয়ে সেটা বিভিন্ন মার্কেটপ্লেসে (যেমন প্লে-স্টোর, এপ-স্টোর, থিম-ফরেস্ট, এনভাটো ইত্যাদি) বিক্রি করতে পারেন। আর আপনি যদি ডিজাইন এ ভালো হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার করা সুন্দর সুন্দর ডিজাইন (লোগো, ব্যানার, পিএসডি টেমপ্লেট) বিক্রি করতে পারেন। এছাড়াও আরো অনেক মাধ্যম আছে যার মাধ্যমে আপনি ক্লায়েন্ট খুঁজে নিতে পারেন।
গুরুত্বপূর্ণ বিষয়, ভাসা-ভাসা ধারণা বা এরূপ দক্ষতা নিয়ে আপওয়ার্ক বা যেকোনো মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলে কাজ পাওয়ার চিন্তা করলে হতাশ হয়ে পড়বেন। খেয়াল রাখতে হবে, অন্যদের থেকে নিজেকে আলাদা করতে হলে পরিশ্রমটাও অন্যদের চেয়ে বেশিই দিতে হবে জীবনে।
তারপরও অনেকেই প্রশ্ন করে থাকে ভাই কিভাবে শুরু করব। মনে রাখা জরুরী আমরা কেউই দুনিয়াতে আগে থেকে কাজ শিখে আসেনি। আমরা কাজ শিখি নিজের জন্য বা অপরকে সহায়তা করার জন্য, পৃথিবীর প্রতিটা মানুষই কোন না কোন ভাবে একে অপরের উপর নির্ভরশীল। চেষ্টা চালিয়ে যান, একবার না পারিলে দেখো শতবার(এখানেই আমরা বড় অধৈর্য হয়ে যাই), লেগে থাকুন আপনি যে বিষয়ে জানতে চান তা ভালো করে জানার চেষ্টা করুন, পুনরায় চেষ্টা করুন আর তাতেই আপনি একদিন না একদিন ভালো কিছু অবশ্যই পাবেন।
পরিশেষে, এটাই বলতে চাই, জেনে এবং বুঝে কাজ করুন। যদি লেখাটি আপনার কোনো প্রকার উপকারে আসে তাহলে দয়াকরে সকল ফ্রীলান্সার ভাইদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেশের জন্য এবং দেশকে ভালোবেসে কাজ করুন। মার্কেটপ্লেসে আমাদের কাজের গুণমান ঠিক রাখতে সহযোগিতা করুন। কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি যথাসাথ্য চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর বা আপনাকে সহযোগিতা করার জন্য।
Thank you for the nice article.